নকশাঘর পরিচিতি

।।  শিল্পের সাথে বাস ।।


নকশাঘর লিমিটেড সমসাময়িক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের গ্রামীণ এবং শহরতলী এলাকার জন্য স্বল্প জমিতে কম খরচে দেশের মাটিতে আধুনিক ও পরিবেশ বান্ধব দেশের বাড়ি তৈরি করে দিচ্ছে।


বাড়ি নির্মাণের পাশাপাশি নকশাঘর পরিবেশের সাথে মিল রেখে আপনার রুচির সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিক ইন্টেরিওর ডিজাইনও করে থাকে। 


এছাড়া নকশাঘরের ডিজাইন করা আসবাবপত্র দিয়ে সাজান আপনার স্বপ্নের ঘর। আপনার পছন্দমতো কাস্টমাইজড ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে নকশাঘরের আসবাবপত্র কেবল সুন্দরই নয়, এটি আপনার ঘরের প্রতিটি জায়গাকে করবে শিল্প-মাধুর্য-মন্ডিত।

নকশাঘর টিম

প্রিতম চন্দ্র দে

নকশাঘর লিমিটেডের অন্যতম যোদ্ধা। সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রী লাভের পর যুক্ত হন নকশাঘর লিমিটেডের কর্মযজ্ঞে। পাশাপাশি শিল্প-সাহিত্যের বিভিন্ন মাধ্যমে প্রগাঢ় আগ্রহ এবং সৃজনশীলতার চর্চা নকশাঘর তথা বাংলাদেশের স্থাপত্য ভাবধারায় সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করে যাচ্ছেন নিরন্তর।

মোঃ জাহিদুল আহসান

২০১৬ সালে ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজি, খুলনা থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম শেষ করার পর নকশাঘরেরে আঁতুড়ঘর থেকে নকশাঘরের বিভিন্ন সৃজনশীল মার্কেটিং সমাধান সহ বিজনেস ডেভেলপমেন্ট এর হাল ধরে কাজ করে যাচ্ছেন অত্যন্ত নিষ্ঠা ও একাগ্র চিত্তে।


মীর এনায়েত হোসেন

বুয়েট থেকে ২০০১ এ পুরকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সদস্যপদ লাভ করেন। অতঃপর নতুন নতুন ও চ্যলেঞ্জিং সব প্রকৌশল সমাধান ও বাংলাদেশের আপামর মানুষের সাধ্যের সমন্বয় করে সৃজনশীল সকল স্ট্রাকচারাল নকশা প্রণয়ন করে নকশাঘরকে আলোকিত করে যাচ্ছেন এর জন্মলগ্ন থেকেই।

সুতপা ঘোষ

২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী লাভ করেন। বাংলদেশের জনমানুষের আবাসন সমস্যা নিয়ে কাজ করছেন ২০১৯ সাল থেকে, এ সময় নকশাঘর লিমিটেডের চেয়ারম্যান হিসাবেও দায়িত্বপ্রাপ্ত হন এবং নকাশাঘরের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার মহতি কাজে  অগ্রণী ভুমিকা পালন করে আসছেন।

অনিন্দ্য পন্ডিত

বুয়েট থেকে ২০০৫ এ স্থাপত্যে স্নাতক ডিগ্রী লাভের পর ২০১১ সালে বাংলাদেশে একমাত্র  অটোডেস্ক রেভিট সার্টিফাইড প্রোফেশনাল স্বীকৃতি লাভ করেন। সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজি এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির স্থাপত্য অনুষদে একযুগেরও বেশীদিন শিক্ষকতা করেন। ইন্সটিটিউট অব আরকিটেক্টস বাংলাদেশ এ বিভিন্ন সময় বিভিন্ন কমিটিতে স্থাপত্য পেশার উন্নয়নে কাজ করেন। ২০১৯ থেকে নকশাঘরের ব্যাবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে বাংলাদেশের গ্রামীণ ও শহরতলী জনপদে স্থাপত্য পেশাকে পৌঁছে দেয়ার ব্রত নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

আপনার জায়গা ও চাহিদার বিবেচনায় সর্বোত্তম নকশা প্রণয়নের জন্য আমাদের অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলী টিমের পরামর্শ নিন।